দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে দেশকে সুরক্ষা দেওয়ার পর শেষ পর্যন্ত ছুটি মিলল আইএনএস অক্ষয় (INS Akshay) ও আইএনএস নিশঙ্কের (INS Nishank) । ভারতীয় নৌবাহিনীর অন্যতম ভরসা ছিল অক্ষয় (INS Akshay) ও নিশঙ্ক (INS Nishank)। শেষ পর্যন্ত নৌবাহিনী এই দুই যুদ্ধজাহাজকে ছুটি দিল। শুক্রবার মুম্বইয়ের নাভাল ডক ইয়ার্ডে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এই বিদায় অনুষ্ঠানে নৌবাহিনী কর্তারা যথারীতি নস্টালজিয়ায় ভাসেন। তাঁরা বারবার স্বীকার করেন দেশের সুরক্ষায় দীর্ঘ ৩২ বছরের বেশি সময় ধরে কীভাবে কাজ করে এসেছে নিশঙ্ক ও অক্ষয়। ১৯৮৯ সালের ১২ সেপ্টেম্বর কর্মজীবন শুরু হয়েছিল নিশঙ্কের। এক বছর পর ১৯৯০ সালের ১০ ডিসেম্বর গোয়া উপকূলে কাজ শুরু করে অক্ষয়। শুক্রবার তাদের কর্মজীবন শেষ হল। এই দুই যুদ্ধজাহাজ থেকেই মিসাইল ছোঁড়া যেত।
আরও পড়ুন: মাঙ্কিপক্সের আতঙ্ক