প্রতিবেদন : ঘটনার ঘনঘটা এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে। বিমান তখন মাঝ-আকাশে। এ সময় প্রথমে সহযাত্রী ও পরে বিমানকর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতি হয় এক যাত্রীর। তুমুল বাক্বিতণ্ডার পর দুই বিমানকর্মীর গায়ে ওই যাত্রী হাত তোলেন বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, পাইলট লন্ডনগামী ওই বিমানকে ফের দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন। ঘটনার জেরে ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দুর্দশা নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির
সোমবার সকাল ৬ টা ৩৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথরোর উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান। ওই বিমানে ২২৫ জন যাত্রী ছিলেন। ওড়ার কিছুক্ষণ পরেই দুই বিমানকর্মীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এক যাত্রী। বিমানকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি তাঁদের গায়ে হাত তোলেন। সেই কারণেই পাইলট বাধ্য হয়ে বিমানটি দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনেন। ওই যাত্রীকে নামিয়ে দিয়ে বিমানটি ফের লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে সংশ্লিষ্ট যাত্রীর নাম ও পরিচয় জানানো হয়নি। ওই ব্যক্তি মদ্যপ ছিলেন কি না তাও জানা যায়নি।