রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দুর্দশা নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির

কী কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির এই হাল, তা নিয়ে গুরুত্ব সহকারে বিশ্লেষণ এবং পরীক্ষা নিরীক্ষা করার কথাও বলেছে সংসদীয় স্থায়ী কমিটি

Must read

নয়াদিল্লি : মোদি জমানায় কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থাগুলির দিন দিন লোকসান বাড়ছে বলে রিপোর্ট দিয়েছে সংসদীয় কমিটি। ভারী শিল্প মন্ত্রকের আওতাধীন ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে লোকসানে চলছে ৫টি সংস্থা। সেই তালিকায় রয়েছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং হিন্দুস্তান মেশিন টুলসের মতো নামী সংস্থাও। লোকসানে চলা অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকায় রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ইন্ডিয়া লিমিটেড, রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এবং ন্যাশনাল নিউজপ্রিন্ট অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

আরও পড়ুন-বিহারে রামনবমীর অশান্তির পিছনে ছিল বজরং দলের চক্রান্ত, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যসভার সংসদীয় কমিটি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থাগুলির পুনরুজ্জীবনের জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। লোকসানে চলা সংস্থাগুলির সংস্কারের কথাও বলা হয়েছে সংসদীয় কমিটির তরফে।
শিল্প-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডিএমকের রাজ্যসভার সাংসদ টি শিবা’র নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছর ধরে লোকসানে চলছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।

আরও পড়ুন-দেশে রেকর্ড বেকারত্ব মোদিকে তির দলের

অথচ চলতি আর্থিক বছরে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার জন্যই বাজেট বরাদ্দ হয়েছে মাত্র ০.০১ কোটি টাকা। লোকসানে চলা এক সংস্থার জন্য এত কম আর্থিক বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। কমিটির সুপারিশ, প্রয়োজনে সংশোধিত বরাদ্দের পর্যায়ে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনের জন্য বরাদ্দ বৃদ্ধি করুক কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-জার্ভিসকে আড়াল করছেন স্টিফেন

সংসদীয় কমিটি আরও জানিয়েছে, ভারী শিল্প মন্ত্রকের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা প্রতি বছরই কমছে। কী কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির এই হাল, তা নিয়ে গুরুত্ব সহকারে বিশ্লেষণ এবং পরীক্ষা নিরীক্ষা করার কথাও বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

Latest article