মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাট পরিদর্শন

দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করলেন দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং তারক সিং। সকালেই শুরু হয়ে যায় জঞ্জাল অপসারণ।

Must read

প্রতিবেদন : কলকাতার গঙ্গার ঘাট নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই কাজে নেমে পড়ল কলকাতা পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার তীর বরাবর তৎপর পুরকর্মীরা। দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করলেন দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং তারক সিং। সকালেই শুরু হয়ে যায় জঞ্জাল অপসারণ।

আরও পড়ুন-গদ্দার অধিকারী এখন শিশুদ্বেষীও!

মেরামতির কাজ শুরু হয় ফুটপাথের পেভার ব্লকের। দেখা যায়, অনেক জায়গাতেই গাছের গোড়ায় বাঁধানো অংশে ফাটল ধরেছে। দ্রুত শুরু করা হয় ফাটল বোজানোর কাজ। বাবুঘাট এবং লাগোয়া এলাকায় প্লাস্টিকের ছাউনি একটা বড় সমস্যা। এই ছাউনির নিচেই চলে হকারি। সামান্য অনাবধনতাই ডেকে আনতে পারে অগ্নিকাণ্ড বা অন্য কোনও দুর্ঘটনা। অবিলম্বে সেইসব ছাউনি খুলে ফেলতে বলা হয়েছে হকারদের। কাজ চলার সময়ই পরিদর্শনে যান দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিং, পুরসভার ডিজি এবং পদস্থ আধিকারিকরা। পুরকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দ্রুত গঙ্গাতীরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এখন যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরসভার।

Latest article