প্রতিবেদন : প্রশাসনিক কাজে গতি আনতে একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্ত রূপায়ণের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হওয়ার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু করে সে-সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে হবে। সরকারি নির্দেশ ও প্রকল্প দ্রুত রূপায়ণের উদ্দ্যেশ্যে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি আগেই গড়ে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই কমিটিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন-কোরিয়াকে হারিয়ে শেষ চারে ভারত
এদিকে, সরকারি জমির দখলদারি আটকাতে সমস্ত দফতরকে সক্রিয় হতে মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দিয়েছেন। ক্রীড়া ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, আইনমন্ত্রী মলয় ঘটক প্রমুখ সরকারি জমি জবরদখল হয়ে যাওয়ার বিষয়টি বৈঠকে তোলেন। তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নদিয়া, বীরভূম, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলাকে ভাগ করে আরও নতুন জেলা তৈরি করা যায় কিনা, তা নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সাত দিনের মধ্যেই ওই কমিটিকে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিতে হবে।
আরও পড়ুন-আমেরিকা থেকে অভিষেকের ট্যুইট, এজেন্সি–অফিসারদের অযোগ্য বলে তোপ
ওই কমিটিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটককে রাখা হয়েছে। এ ছাড়া থাকছেন মুখ্যসচিব, ভূমিসচিব প্রমুখ। এই জেলাগুলিকে কীভাবে ভাগ করা যায় ভৌগোলিক অবস্থান-সহ বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের শিক্ষানীতির সমান্তরালে রাজ্যের নিজস্ব শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চার বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি, বাংলা শিক্ষা বাধ্যতামূলক করা, বেসরকারি স্কুল নিয়ন্ত্রণে কমিশন গঠন রাজ্যের শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন-আক্রান্ত বন্দে ভারত আবার যোগীরাজ্যে
একই সঙ্গে, আমতা ব্লক হাসপাতালে ১০০টি শয্যা বাড়ানোর সিদ্ধান্তও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। ওই হাসপাতালে বর্তমানে ১২০টি শয্যা রয়েছে। ওই হাসপাতালের জন্যে ১১০টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।