জাতীয়

জেনেরিক ওষুধ নিয়ে নির্দেশ, না মানলে শাস্তি

প্রতিবেদন : রোগীদের ওষুধ লেখার সময় প্রেসক্রাইব করতে হবে জেনেরিক ওষুধ। তা না করলে বড় শাস্তি পেতে হবে চিকিৎসকদের। সাসপেন্ড করা হতে পারে লাইসেন্স। নির্দেশ দিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এক্ষেত্রে ডাক্তাররা ব্র্যান্ডেড জেনেরিক ওষুধও যাতে এড়িয়ে যান সেব্যাপারেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-স্বাধীনতা দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা

২০২২ সালেই ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের তরফে চিকিৎসকদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দেশ অমান্য করেও রমরমিয়ে ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেই চলেছিলেন এক শ্রেণির চিকিৎসক। মূলত ওষুধ কোম্পানিগুলির তরফে অসাধু প্রলোভনের চাপে এ ধরনের কাজ করা হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গত ২ অগাস্ট ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়, ওষুধের জন্য ভারতে লাগামছাড়া খরচের কারণে স্বাস্থ্যখাতে জনসাধারণের আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে। ব্র্যান্ডেড ওষুধের থেকে ৩০ থেকে ৮০ শতাংশ সস্তায় পাওয়া যায় জেনেরিক ওষুধ। সেজন্য জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করলে স্বাস্থ্যখাতে খরচ কমতে পারে এবং উন্নতমানের স্বাস্থ্য পরিষেবাও পাওয়া যাবে।

আরও পড়ুন-অসম রাইফেলসের ট্রাক থেকে এবার হল খাবার লুঠ

নতুন গাইডলাইনে এনএমসি-র তরফে জেনেরিক ওষুধকে এমন পণ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যার ডোজ, শক্তি, গুণমানগত মান এবং কার্যকারিতা ব্র্যান্ড বা রেফারেন্সের সঙ্গে তুলনীয়। অন্যদিকে, ব্র্যান্ডেড জেনেরিক ওষুধ এমন একটি ওষুধ যা নিজস্ব পেটেন্ট থেকে বেরিয়ে এসেছে এবং ওষুধ কোম্পানিগুলি তৈরি করে। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড নামে তা বিক্রি করা হয়। এই পরিস্থিতিতে নির্দেশিকায় বলা হয়েছে, জেনেরিক ওষুধের নাম সুস্পষ্টভাবে এবং যুক্তিসঙ্গতভাবে প্রেসক্রাইব করা উচিত। অপ্রয়োজনীয় ওষুধ এবং অযৌক্তিক ডোজের ট্যাবলেট প্রেসক্রাইব না করলেই ভাল হয়। তবে এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন-অজগর দিয়ে ম্যাসাজ, বেনজির কাণ্ড বালিতে

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে গাইডলাইন না মানলে কড়া শাস্তির কথাও। নির্দেশিকায় বলা হয়েছে: ১) যদি কোনও চিকিৎসক একই ভুল বারবার করে যান, তাহলে তাঁর লাইসেন্স একটা নির্দিষ্ট সময় অবধি সাসপেন্ড রাখা হতে পারে।
২) চিকিৎসা-সংক্রান্ত নীতির উপর ওয়ার্কশপে যোগ দিতে বলা হতে পারে। ৩) প্রেসক্রিপশন যাতে পাঠযোগ্য হয় তা দেখতে হবে এবং সমস্ত অক্ষর বড় হাতে লিখতে হবে চেষ্টা করতে হবে ভুল এড়াতে প্রেসক্রিপশন যেন টাইপ করে বা ছাপিয়ে দেওয়া যায়। ৪) বাজারে পাওয়া যায় এবং রোগী যাতে তা কিনতে পারেন এমন জেনেরিক ওষুধই ডাক্তারকে দিতে হবে। ৫) হাসপাতাল এবং স্থানীয় ওষুধের দোকানগুলিকেও যেন জেনেরিক ওষুধ রাখতে বলা হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago