প্রতিবেদন : বাজারদর কমাতে ৩০ নভেম্বরের মধ্যে সারা রাজ্যে হিমঘর থেকে মজুত আলু বের করে খালি করার নির্দেশ দিল রাজ্য সরকার। এবিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে রাজ্যে আলুর দাম আরও কিছুটা কমবে বলে আশা করছে সরকার। গত বছর আলুর অত্যধিক দাম এবং আলু চাষের অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছরে সর্বকালের রেকর্ড ছাপিয়ে আলুর উৎপাদন হয়েছে সারা রাজ্যে। যেমন রেকর্ড উৎপাদন তেমনি রেকর্ড আলু সংরক্ষিত হয়েছে হিমঘরে।
আরও পড়ুন-নগরপালের ছবি নিয়ে প্রতারণা
জানা গিয়েছে, চলতি বছরে সারা রাজ্যে সাড়ে ৪০০’র বেশি হিমঘরে প্রায় সাড়ে ১৪ কোটি বস্তা আলু সংরক্ষণ করা হয়েছে। সূত্রের খবর, গত ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের হিমঘরগুলি থেকে মোট সংরক্ষিত আলুর সাড়ে ৯ কোটির বেশি বস্তা আলু খালি হয়েছে। হিসেব অনুযায়ী গড়ে প্রায় ৬৭% আলু সারা রাজ্যের হিমঘরগুলি থেকে বের করা হয়েছে।
আরও পড়ুন-রেলের কাজ শেষ করার অনুরোধ
চলতি মাসের শেষে হিমঘরগুলি থেকে আরও ১২-১৫ শতাংশ আলু খালি হবে বলে অনুমান। তবুও ৩০ নভেম্বর পর্যন্ত হিমঘরে মজুত থেকে যাবে ১৮-২১ শতাংশ আলু। এই আলু বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ আসার পর থেকে হিমঘর কর্তৃপক্ষও হিমঘরে মজুত আলু বের করে নেওয়ার জন্য আলু চাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীদের অনুরোধ করেছে।