সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, আক্রান্ত তৃণমূল

Must read

আগরতলা : ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে মরিয়া বিজেপি পুরভোটের ময়দান থেকে তৃণমূলকে সরাতে ভয়ঙ্কর হিংসার পথ নিয়েছে। ইতিমধ্যেই আক্রান্ত তৃণমূলের বহু মহিলা প্রার্থী। গেরুয়া সন্ত্রাসের সর্বশেষ শিকার আগরতলার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী শেখর দেববর্মা।

আরও পড়ুন-Potato in Cold Storage: আলুর দর কমাতে হিমঘর খালি করার নির্দেশ

বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় বিজেপির প্রত্যক্ষ মদতপুষ্ট দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। শেখরের একটি চোখ নষ্ট হতে বসেছে। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় কর্মীকে দেখতে যান তৃণমূল স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক-সহ অন্য নেতারা। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ অন্য নেতারা।

আরও পড়ুন-নগরপালের ছবি নিয়ে প্রতারণা

বিজেপি গুন্ডাদের হামলার মুখে পড়েছেন ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী পদ্মা ভট্টাচার্য, ১০ নম্বর ওয়ার্ডের পান্না দেব, ১৯ নম্বর ওয়ার্ডের আলপনা দেববর্মা, ৪৮ নম্বর ওয়ার্ডের অপর্ণা বিশ্বাস। প্রার্থীদের বাড়ি ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা, নিগ্রহ, হেনস্তা কিছুই বাদ যাচ্ছে না। মহিলাদের প্রতি বিজেপির কী দৃষ্টিভঙ্গি, দেখছে গোটা ত্রিপুরার মানুষ।

আরও পড়ুন-কাঁকুলিয়া খুনের তথ্য পেল পুলিশ

এর আগে পুরভোটের প্রার্থী পৌষালি দত্ত, সোমা দাস, সংহিতা বন্দ্যোপাধ্যায়রাও বিজেপির তাণ্ডবের মুখে পড়েছেন। বেলাগাম সন্ত্রাসের নিন্দা করে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন সুবল ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতারা। সুবল ভৌমিক বলেন, বিজেপি বুঝে গিয়েছে মানুষ তাদের পাশে নেই, সমর্থন করছে তৃণমূলকে। তাই যে কোনওভাবে তৃণমূলকে রুখতে গুন্ডাবাহিনীকে ছেড়ে দিয়েছে ওরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করে হিংস্র হায়নার দল এই বিজেপি দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূল শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে এই নির্বাচনে জয়লাভ করবে। আমাদের এভাবে দাবিয়ে রাখা যাবে না।

Latest article