ইডেন ম্যাচে আগ্রহ বাড়ছে, টিকিট ৬৫০ ও ১৫০০ টাকার

Must read

প্রতিবেদন : দু’বছর বাদে ইডেনে আন্তর্জাতিক ম্যাচ। সিএবি-র দাবি, মাঠের সত্তর শতাংশ আসনই ভরবে। আপাতত মাঠে মোট আসনের সত্তর শতাংশ লোক আনার অনুমতি মিলেছে। ইতিমধ্যেই সিএবি-র পক্ষ থেকে টিকিটের দাম ধার্য করা হয়েছে। শীঘ্রই টিকিট বিক্রি শুরু হবে।
নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টি-২০ ম্যাচ হবে কলকাতায়। প্রথম দুটি ম্যাচ হওয়ার কথা জয়পুর ও রাঁচিতে। ইডেনে খেলা ২১ নভেম্বর। এই ম্যাচের জন্য টিকিটের দাম ঠিক হয়েছে ৬৫০ ও ১৫০০ টাকা। সিএবি সচিব দেবব্রত দাস বৃহস্পতিবার জানালেন, এ ছাড়া সিএবি লাইফ মেম্বারদেরও টিকিট দেওয়া হবে। অনেকদিন বাদে শহরে ক্রিকেট হচ্ছে বলে টিকিট নিয়ে সদস্যদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

আরও পড়ুন-সমালোচকদের জন্য আমার দুঃখ হয়: অশ্বিন

বিসিসিআই ইডেনে নিউজিল্যান্ড ম্যাচ দেওয়ার পরও কিছুটা সংশয় ছিল দর্শকদের মাঠে আসা নিয়ে। কিন্তু কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই সংশয় কিছুটা কেটেছে। মাঠে সত্তর শতাংশ আসন ভরবে ধরে নিয়ে প্রস্তুত হচ্ছে সিএবি। জানা গেল, অক্টোবরে বিরূপ আবহাওয়ার জন্য উইকেট ও মাঠ প্রস্তুতিতে সমস্যা হয়েছিল। সেই সমস্যা এখন দূর হয়েছে।
নিউজিল্যান্ড ম্যাচের পর নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও খেলা রয়েছে ইডেনে। ফলে নিউজিল্যান্ড ম্যাচ কেমন যায়, সেটাও দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। ইতিমধ্যেই কিউয়ি ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে সিএবিতে।

Latest article