প্রতিবেদন : বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে ১ এপ্রিল থেকেই সুদের হার বাড়ছে বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, স্বল্প সঞ্চয়ে সুদের পরিমাণ ৭০ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। ২০২৩-’২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জন্যই এই সুদ বৃদ্ধির কথা জানানো হয়েছে।
আরও পড়ুন-১০০ দিনের কাজের মজুরি আধারভিত্তিক, শুরু হচ্ছে প্রতিবাদ
তথ্যভিজ্ঞ মহল মনে করছে, কর্নাটক বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত। বিরোধী দলগুলি কটাক্ষ করে বলেছে, ভোট মিটে গেলেই ফের পুরনো সুদের হারে ফিরবে মোদি সরকার। অর্থমন্ত্রক জানিয়েছে, কিসান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মাধ্যমে সঞ্চয়ের ক্ষেত্রে বর্ধিত হারে সুদ পাওয়া যাবে। প্রবীণ নাগরিকরাও বাড়তি সুদ পাবেন৷