নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ জহর সরকার তাঁর সাপ্লিমেন্টারি প্রশ্নে জিজ্ঞেস করেন, ভিক্টোরিয়া গৌরীকে বিচারপতি পদে নিয়োগ কি যথাযথ বলে মনে করছে কেন্দ্র? এই নিয়ে বিজেপি সাংসদদের সঙ্গে বচসা বেধে যায় জহর সরকারের। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বলেন, দেশের গণতন্ত্রের তিনটি স্তম্ভ রয়েছে। আমলা, জনপ্রতিনিধি এবং বিচারবিভাগ। এর মধ্যে সমন্বয় থাকতে হবে।
আরও পড়ুন-সাংবাদিক হত্যা, পিছনে অন্ধকার জগৎ?
সাংসদ জহর সরকারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, মতভেদ থাকা গণতন্ত্রে খুবই স্বাভাবিক বিষয়। মতপার্থক্য যেটাই থাক, তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়। হাইকোর্টের ফাঁকা পড়ে থাকা শূন্যপদগুলি পূরণ করা নিয়েও প্রশ্ন তোলেন জহর সরকার৷ তার জবাবে কিরেন রিজিজু জানান, বিচারপতিদের নামের কোনও প্রস্তাব এখনও আসেনি।