নয়াদিল্লি : শীর্ষ আদালতে কিছুটা স্বস্তি পেলেন সাংবাদিক মহম্মদ জুবের। ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে শুক্রবার পাঁচদিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং জে কে মহেশ্বরীর অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এফআইআর বাতিল করার জন্য জুবেরের আবেদনটি নিয়মিত বেঞ্চের সামনে তালিকাভুক্ত করা হবে। এদিন একাধিক শর্তসাপেক্ষে জুবেরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। জুবেরকে দেওয়া শর্তে বলা হয়েছে, তিনি বেঙ্গালুরু বা অন্য কোথাও ইলেকট্রনিক প্রমাণের সঙ্গে ট্যুইট করতে পারবেন না। কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। আদালত স্পষ্ট জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থাকা পূর্বতন মামলায় তাঁকে এদিন জামিন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-কেউ কেড়ে নিতে পারবে না শিবসেনার প্রতীক, দাবি উদ্ধবের
উত্তরপ্রদেশের সীতাপুরে জুবেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্যুইটের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এদিন সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জুবের ইতিমধ্যেই দিল্লি পুলিশের দায়ের করা আরও একটি মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। মেহতা জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, জুবের বৃহস্পতিবার সন্ধ্যায় যে হলফনামা দাখিল করেছেন তাতে অনেক তথ্য গোপন করা হয়েছে।
আরও পড়ুন-শিনজো আবে হত্যাকাণ্ডে ধিক্কার বিশ্বজুড়ে, জাপানের ইতিহাসে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী
অন্যদিকে জুবেরের আইনজীবী কলিন গঞ্জালভেজ বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআরটি বাতিল হওয়ার যোগ্য। কারণ তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা হয়নি। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারার অধীনে অভিযোগ দায়ের হয়েছে। গঞ্জালভেজ আরও বলেন, এলাহাবাদ হাইকোর্টের আদেশেও প্রাথমিকভাবে একটি মামলার কথা বলা হয়েছে। তাই তদন্তের জন্য আমার মক্কেলকে পুলিশি হেফাজতে নেওয়ার দরকার নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ জুবেরের শর্তাধীন জামিন মঞ্জুর করে।