মোদির ভারতে দুরবস্থা! ৯৭ কোটি মানুষ পায় না সুষম খাদ্য

বিজেপি সরকার দেশ চালাতে যে কতটা অপারগ তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (ফাও)

Must read

প্রতিবেদন : বিজেপি সরকার দেশ চালাতে যে কতটা অপারগ তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (ফাও)। সংস্থার পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, ভারতের ৯৭ কোটি মানুষ অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ সুষম খাদ্য বা স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। ভারতের প্রায় ৬০ শতাংশ মানুষই সরকারি রেশনের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত অনাহার-অপুষ্টির এই তালিকায় আফ্রিকার খুব কাছাকাছিই আছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন সাংবাদিক জুবেরের

যা রীতিমতো উদ্বেগের। যদিও বিষয়টি নিয়ে আদৌ চিন্তিত নয় মোদি সরকার। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের সুষম খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। ৫৬ ইঞ্চির বুকের ছাতিওয়ালা মোদির ভারতের পিছনেই রয়েছে আফ্রিকা। যেখানে ৮০ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার জোটে না। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান বলছে, চিনের ১২ শতাংশ, ব্রাজিলে ১৯ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৯ শতাংশ, নেপালের ৮৪ শতাংশ, বাংলাদেশে ৭৩.৫ এবং পাকিস্তানের ৮৩.৫ শতাংশ মানুষ সুষম আহার পান না।

Latest article