সংবাদদাতা, বোলপুর : রাজ্য সরকারের সঙ্গে পিপিপি মডেলে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ‘মোস্ট ট্রাস্টেড মেডিক্যাল কলেজ অফ ইন্ডিয়া’ সম্মান পেল ইন্দো-আরব লিডার্স সামিটে। থ্রিডি ভার্চুয়াল মাধ্যমকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এই মেডিক্যাল কলেজ। তারই স্বীকৃতিতে এই সম্মানলাভ। শনিবার রাতে দুবাইয়ে এক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। থ্রিডি ভার্চুয়াল মাধ্যম বা মেটাভার্সকে ইতিমধ্যেই এখানে শিক্ষাদান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-বিশ্বভারতীতে পালিত হল না হিগস বোসন-কণা আবিষ্কার
প্রথাগত ক্লাস রুম, স্মার্ট ক্লাস রুমের পাশাপাশি এই মেটাভার্স পদ্ধতির মাধ্যমেও স্বাস্থ্য পরিষেবার নানা দিক তুলে ধরে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানকার পড়ুয়াদের। শুধুমাত্র এই মেডিক্যাল কলেজ নয়, এর সঙ্গে যুক্ত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট কলেজ-সহ আইটিআই পলিটেকনিক এবং বিএড-ডিএড সহ বিভিন্ন কোর্সে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যক্রমের প্রতি আগ্রহ যেমন বেড়েছে, সেই সঙ্গে তাঁরা নতুন চিন্তাভাবনা করবার সুযোগ পাচ্ছেন ও আগামী দিনে কর্মক্ষেত্রে অনেক বেশি সাফল্য লাভ করতে চলেছেন বলেই মনে করছেন সকলে। ‘‘আন্তর্জাতিক মহল থেকে এই স্বীকৃতি লাভে আমরা উৎসাহিত এবং উজ্জীবিত।’’ বলে জানালেন কলেজের সভাপতি মলয় পিট।