প্রতিবেদন : হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্টের ধাক্কা। এবার আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা সংস্থা ক্রেডিট সুইস গ্রুপ এজি তার বেসরকারি ব্যাঙ্কিং গ্রাহকদের ঋণের জন্য জামানত হিসাবে গৌতম আদানি গ্রুপ অফ কোম্পানির বন্ড গ্রহণ করা বন্ধ করছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বন্ড গ্রহণ বন্ধ করা এটাই বোঝাচ্ছে যে হিন্ডেনবার্গ রিসার্চের আনা আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে শেয়ার প্রতারণার অভিযোগের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। ভারতীয় ধনকুবেরের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি বিভিন্ন সংস্থার নজরে রয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন-পুরনো গাড়ি, অ্যাম্বুল্যান্স বাতিল হবে
এই সিদ্ধান্তের ফলে আদানি পোর্টস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ইলেকট্রিসিটি মুম্বই লিমিটেডের বন্ড জমানত রেখে আর ঋণ পাওয়া যাবে না। উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের আগে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বন্ডের বিনিময়ে প্রায় ৭৫ শতাংশ ঋণ পাওয়া যেত। তবে অন্যান্য ব্যাঙ্ক এখনও পর্যন্ত আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বন্ডের বিনিময়ে ঋণ প্রদান অব্যাহত রেখেছে। দু’টি ইউরোপীয় বেসরকারি ব্যাঙ্ক এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেছে। ওই দুই ব্যাঙ্ক আদানি (Adani Group) পোর্টস ডলার বন্ডের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিয়ে থাকে।
অন্যদিকে বুধবারও আদানির গোষ্ঠীর শেয়ার দরে পতন অব্যাহত রয়েছে। আদানি গোষ্ঠীর ১০টি সংস্থার শেয়ারের মধ্যে বড় ৯টির মাপের পতন ঘটেছে। আদানি টোটাল গ্যাস লিমিটেড শেয়ারের দাম সবচেয়ে বেশি ১০ শতাংশ পড়েছে।