সোনিয়াকে জেরা

কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিনি ইডির দফতরে যেতে পারেননি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে গিয়ে পৌঁছন সোনিয়া গান্ধী।

Must read

প্রতিবেদন : ন্যাশনাল হেরল্ড মামলায় বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়। আগামী ২৫ জুলাই ফের তাঁকে ডাকা হয়েছে বলে খবর। এর আগে এই মামলায় জুনে পাঁচ দফায় রাহুল গান্ধীকে প্রায় ৫৩ ঘণ্টা জেরা করা হয়েছিল। গত মাসেই সোনিয়ারও ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন-ভোর থেকেই তিলোত্তমা “দখল” নিল গোপাল ভাঁড় থেকে চার্লি চ্যাপলিন

কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তিনি ইডির দফতরে যেতে পারেননি। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে গিয়ে পৌঁছন সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, সাড়ে ১২টা নাগাদ তদন্তকারী সংস্থার ৫ মহিলা আধিকারিকের একটি দল কংগ্রেস নেত্রীকে জেরা শুরু করে। সব মিলিয়ে প্রায় ৫০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এদিন সোনিয়ার সঙ্গে ইডি অফিসে যান মেয়ে প্রিয়াঙ্কা।

Latest article