শান্তিপ্রসাদকে জেরা

শান্তিপ্রসাদের আইনজীবী ডিভিশন বেঞ্চে আর্জি জানালে আদালত নির্দেশ দেয়, শান্তিপ্রসাদকে এখনই হেফাজতে নিতে পারবে না সিবিআই।

Must read

তদন্তে সহযোগিতা করলে হেফাজতে না নিয়েই এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কিন্তু সহযোগিতা না করলে তাঁকে হেফাজতে নিতে পারবে তদন্তকারী সংস্থা। মোদ্দাকথা, সিবিআই-এর কাছে যেতেই হবে প্রাক্তন উপদেষ্টাকে। এসএসসি নিয়োগ মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ পেয়ে এদিন নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছে যান শান্তিপ্রসাদ সিনহা।

আরও পড়ুন-সংখ্যাগরিষ্ঠতা হারাল শ্রীলঙ্কার রাজাপক্ষে সরকার, ডামাডোল

এদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সিবিআই প্রয়োজন মনে করলে শান্তিপ্রসাদ সিনহা এবং শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোক কুমার সরকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শান্তিপ্রসাদের আইনজীবী ডিভিশন বেঞ্চে আর্জি জানালে আদালত নির্দেশ দেয়, শান্তিপ্রসাদকে এখনই হেফাজতে নিতে পারবে না সিবিআই।

Latest article