ন্যান্সিকেই খুনের পরিকল্পনা ছিল!

Must read

প্রতিবেদন : মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির (Speaker Nancy Pelosi) বাড়িতে ঢুকে তাঁর স্বামীর উপর হামলা চালানো হয়েছিল। শুক্রবারের সেই হামলার কারণ খুঁজতে গিয়ে পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, হামলাকারীর লক্ষ্য ছিলেন ন্যান্সি। তাঁকে খুন করাই ছিল হামলাকারীর উদ্দেশ্য। সে সময় বাড়ি না থাকায় ন্যান্সি বরাতজোরে হামলাকারীর হাত থেকে রক্ষা পেয়েছেন। শুক্রবার ন্যান্সি ছিলেন ওয়াশিংটন ডিসিতে।

আরও পড়ুন-শীতের কাঁপুনি, সাহায্যের আর্তি কিয়েভের মেয়রের

পেলোসির (Speaker Nancy Pelosi) মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, পল হাসপাতালে ভরতি আছেন। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। পলকে হাসপাতালে আরও কয়েকদিন থাকতে হবে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম ডেভিড ডেপাপে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ হামলা চালায় ৪২ বছরের ডেভিড ডেপাপে। ভরদুপুরে দরজায় টোকা মারলে ন্যান্সির স্বামী পল দরজা খুলে দেন। দরজা খুলতেই ডেভিড তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করে। তার পরেও আততায়ী ন্যান্সির অপেক্ষায় বসেছিল। তাঁকে দেখতে না পেয়ে সে রীতিমতো চিৎকার করে জানতে চায় ন্যান্সি কোথায়? ন্যান্সির স্বামী কোনওরকমে পুলিশের জরুরি দফতরে ফোন করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

Latest article