শ্রমিক উন্নয়নে একাধিক কর্মসূচি আইএনটিটিইউসির

বৈঠকে জানানো হয়েছে ২১ অগাস্ট কালচিনিতে আইএনটিটিইউসির একটি সভা রয়েছে এবং ২২ তারিখে সভা রয়েছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শ্রমিকদের উন্নয়নে আইএনটিটিইউসি একাধিক কর্মসূচি নিতে চলেছে চলতি মাসে। এই কর্মসূচিগুলি সফল করতে সোমবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠক হয়। ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্জল দে।

আরও পড়ুন-১০০ কোটির উন্নয়ন পঞ্চায়েত এলাকায়

বৈঠকে জানানো হয়েছে ২১ অগাস্ট কালচিনিতে আইএনটিটিইউসির একটি সভা রয়েছে এবং ২২ তারিখে সভা রয়েছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে। পাশাপাশি ৯ সেপ্টেম্বর মালবাজারে অনুষ্ঠিত হতে চলেছে আইএনটিইউসির একটি ডেলিগেটস সেশন এবং ১০ সেপ্টেম্বর মালবাজারে একটি সভা রয়েছে। এই সমস্ত কর্মসূচিকে সফল করতেই ইতিমধ্যে বিভিন্ন চা-বাগান গুলিতে আইএনটিটিইউসি কর্মীরা গেট মিটিং শুরু করেছেন। এই সমস্ত কর্মসূচি নিয়েই এদিন কোর কমিটির বৈঠকে আলোচনা হয়।

Latest article