সংবাদদাতা, দুর্গাপুর : শিল্পশহর দুর্গাপুরের অন্যতম ‘জিই পাওয়ার লিমিটেডের প্রায় ৪০০ শ্রমিককে বসিয়ে দেওয়ার চক্রান্ত সহ শ্রমিক স্বার্থ বিরোধী একাধিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শ্রমিক স্বার্থে ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে জিই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক। বৈঠকে অভিজিৎবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, দীপঙ্কর লাহা প্রমুখ।
আরও পড়ুন-জল নামতেই শুরু হল বাঁধ নির্মাণের কাজ
বৈঠক শেষে অভিজিৎ বাবু সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন, ৪০০ জন ঠিকাকর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কর্তৃপক্ষ। আমরা ইউনিয়নের পক্ষ থেকে কথা বলেছি। কেউ কর্মহীন হবেন না। কর্তৃপক্ষের বক্তব্য, কারখানা বেশ কিছু দিন ধরে অসুবিধার মধ্যে চলছে। তাদেরকে যে জব কন্ট্রাক্টে নেওয়া হয়েছিল সেই কাজ শেষ হয়ে গিয়েছে। তবে আমাদের সঙ্গে আলোচনায় স্থির হয়েছে রোটেশনে ১৩ দিনের কাজের বদলে ২০ দিনের কাজ দেওয়া হবে।
আরও পড়ুন-হিংসা নিয়ে খেলবেন না কড়া বার্তা দিলেন নেত্রী
একই সঙ্গে ইআরএস নামে জোর করে কিছু কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। তাঁদেরকে ইআরএস নিতে বাধ্য করা হয়েছিল। ইআরএস বা ভিআরএস নিয়ে জোর করা যায় না, বাধ্য করা যায় না। সেটা স্বেচ্ছায় কোন কর্মী যদি নিতে চান, তিনি নিতে পারেন। কোনভাবেই জোর করে ইআরএস বা ভিআরএস নিতে বাধ্য করা যাবে না।’ কারখানা কর্তৃপক্ষ সমস্ত বিষয় গুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান অভিজিৎ বাবু ।