সংবাদদাতা, হাওড়া : গত বৃহস্পতিবার পাঁচলার প্রশাসনিক সভা থেকে হাওড়া জেলায় ৫২৩ কোটি টাকার ৫৯টি প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাওড়ায় আরও বিনিয়োগের প্রস্তাব উলুবেড়িয়া বণিকসভার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করছে উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চলতি আর্থিক বর্ষ ও ২০২৩-’২৪ অর্থবর্ষে হাওড়া জেলায় এই বিনিয়োগ হবে। এর ফলে প্রায় ১৪ হাজার নতুন কর্মসংস্থান হবে।
আরও পড়ুন-ঢাকার গুলিস্তানে বাস ডিপোর কাছে বিস্ফোরণ, শতাধিক আহত, বাড়ছে মৃতের সংখ্যা
উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রবীর রায় জানান, ‘‘এর মধ্যে ৩০ শতাংশ কাজ হয়ে গেছে। বাকি কাজও চলছে। আগামী অর্থবর্ষের মধ্যে প্রস্তাবিত এই বিনিয়োগের পুরোটাই হবে। তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এছাড়াও উলুবেড়িয়ার নিমদিঘিতে প্রায় ১ বিঘা জায়গার ওপর ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের একটি হাব তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষণ ও বিপণনের ব্যবস্থা থাকবে।’’ জানা গিয়েছে, ১৩৬৭ কোটি টাকা বিনিয়োগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ১৬টি হাব তৈরি হচ্ছে। এর মধ্যে ৩টি শিল্পতালুকে শুধুমাত্র দেড় হাজার মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-পিএসজি-তে বেশ ভালই আছি: মেসি
প্রতিটি প্রস্তাবেরই প্রশাসনিক ছাড়পত্র মিলে গেছে। কাজের রূপরেখাও তৈরি করা হয়েছে। বেশকিছু প্রকল্পের কাজ চলছে জোরকদমে। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় জানান, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে রাজ্যের ৪০ শতাংশই জোগান দেয় হাওড়া। তাই হাওড়া জেলাকে এই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্লাস্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। নতুন নতুন প্রচুর শিল্প আসছে। অনেক কর্মসংস্থানও হচ্ছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…