পিএসজি-তে বেশ ভালই আছি: মেসি

এই ক্লাবে থেকেই যে চলতি মরশুমে অনেক কিছু পেয়েছেন। বিশ্বকাপ জিতেছেন। ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতেছেন

Must read

প্যারিস, ৭ মার্চ : প্যারিসে তাঁর ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনা দূর করলেন লিওনেল মেসি। সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা ফরাসি ক্লাবটির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন পিএসজি-তে বেশ স্বচ্ছন্দ। এই ক্লাবে থেকেই যে চলতি মরশুমে অনেক কিছু পেয়েছেন। বিশ্বকাপ জিতেছেন। ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতেছেন।

আরও পড়ুন-কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, বুমোসদের লড়াই সহজ, সুপার কাপের সূচি প্রকাশ

প্যারিসে এসে প্রথম দিকে মানিয়ে নিতে যে সমস্যা হয়েছিল, তা সাক্ষাৎকারে জানিয়েছেন মেসি। বলেছেন, ‘‘এখন এখানে বেশ স্বচ্ছন্দবোধ করছি। বেশ ভাল লাগছে। প্রথম বছর প্যারিসে এসে মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। সময় লেগেছিল। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এই মরশুমটা অন্যভাবে শুরু করেছি। খুব ভাল একটা মরশুম কাটাচ্ছি। আরও অনেক কিছু জেতার ইচ্ছা আছে মনে। এই ক্লাব, শহর, এখানকার মানুষ, তাদের সংস্কৃতিকে উপভোগ করতে শুরু করেছি। আমার জীবনটা এমনই। প্রতিদিনই নিজেকে নিংড়ে দিই, আরও সাফল্য চাই। আমি প্যারিসের হয়ে খেতাব জিততে চাই। মরশুমের শুরুতে যে সব বড় খেতাব জয়ের লক্ষ্যস্থির করেছি, সেগুলো জিততে চাই।”

আরও পড়ুন-নারী দিবসে মহিলা ফুটবল

ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস দ্বৈরথ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘‘সত্যিই দম আটকানো ফাইনাল ছিল। ম্যাচের মুহূর্তগুলো যেন পাগলাটে ছিল। কিলিয়ান তিন গোল করেও ফাইনাল জিততে পারেনি। এটা পাগলাটে ফাইনাল ছাড়া আর কী! কিলিয়ান আগেই বিশ্বকাপ জয়ের অনুভূতি পেয়েছে। তাই ওর সঙ্গে একই দলে খেলাটা দারুণ ব্যাপার। আশা করি, প্যারিসে আমরা ভাল কিছু করতে পারব।”

Latest article