আইপিএল টিকবে শুধু পরিকাঠামোর জন্য: সৌরভ

ভারতের ক্রিকেটের পরিবেশ এবং পরিকাঠামো দুটোই আছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড বা দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেরও জনপ্রিয়তা রয়েছে

Must read

প্রতিবেদন : বিশ্বের বিভিন্ন দেশে শুরু হচ্ছে একের পর এক টি-২০ লিগ। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, আইপিএলের মতো যে লিগগুলোর সঠিক পরিকাঠামো রয়েছে, তারাই টিকে থাকবে। বাকিগুলি অদূর ভবিষ্যতেই হারিয়ে যাবে। সোমবার সৌরভ বলেন, ‘‘বিশ্বজুড়ে টি-২০ লিগ শুরু’ হয়েছে। তবে সবক’টা লিগ খুব বেশিদিন চলবে না। আইপিএলের কথা আলাদা।

আরও পড়ুন-অভিষেকের সভা প্রস্তুতি কোচবিহারে

ভারতের ক্রিকেটের পরিবেশ এবং পরিকাঠামো দুটোই আছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড বা দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেরও জনপ্রিয়তা রয়েছে। সবথেকে বড় কথা, এই দেশগুলোর একটা ক্রিকেটীয় সংস্কৃতি আছে। কিন্তু বাকি দেশগুলোয় সেটা নেই।’’ প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আগামী ৪-৫ বছরের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। আইপিএলের মতো সঠিক পরিকাঠামোর লিগগুলো টিকবে। বাকিদের ভবিষ্যৎ অন্ধকার।’’ এই প্রসঙ্গে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘‘পরিকাঠামোর উপর অনেক কিছু নির্ভর করে। যখন খেলা শুরু করেছিলাম, তখন জিম্বাবোয়ে শক্তিশালী দল ছিল। কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ একটা সময় বিশ্বকে শাসন করত। কিন্তু বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় এখন ওদের কী হাল!’

Latest article