অভিষেকের সভা প্রস্তুতি কোচবিহারে

এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, ১১ ফেব্রুয়ারি মাথাভাঙা কলেজমাঠে ঐতিহাসিক সমাবেশ হবে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মাথাভাঙা কলেজ মাঠে ঐতিহাসিক সমাবেশ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১১ ফেব্রুয়ারি। জেলা জুড়ে তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। তারই অঙ্গ হিসেবে কোচবিহার ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পুন্ডিবাড়ি নেতাজিভবনে প্রস্তুতিসভা হল।

আরও পড়ুন-সুকান্তকে হারানোর চ্যালেঞ্জ অরূপের

সভায় ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার ২ ব্লকের সভাপতি সজল সরকার, তৃণমূল যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী, কোচবিহার ২ ব্লকের যুব সভাপতি শুভাশিস রায়, গোপাল দাস প্রমুখ। এই প্রস্তুতিসভার পাশাপাশি এদিন বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন নেতৃত্ব। অভিষেকের সফরের আগেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য। উপপ্রধান রাজু সরকার ও সদস্য অধীর সরকার। তাঁদের হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। ফলে ১৪ আসনের ঘোকসাডাঙা পঞ্চায়েতে তৃণমূল সদস্য বেড়ে হল ৭। বিজেপিও ৭।

আরও পড়ুন-সুমনের দলত্যাগ ভাঙনের শুরু

পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, ১১ ফেব্রুয়ারি মাথাভাঙা কলেজমাঠে ঐতিহাসিক সমাবেশ হবে। তারই প্রস্তুতিসভা জেলা জুড়ে আমরা করছি। কোচবিহার জেলায় এই সভা বিগত দিনের সমস্ত সমাবেশকে ছাপিয়ে যাবে।

Latest article