সুকান্তকে হারানোর চ্যালেঞ্জ অরূপের

সোমবার সকালে বালুরঘাটের সার্কিট হাউস থেকে কুমারগঞ্জ বিধানসভার কেন্দ্রের বটুন গ্রাম পঞ্চায়েতের উদ্দেশে রওনা হন অরূপ।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, আগামী ৫০ বছরেও সেই কাজ করতে পারবে না। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে দক্ষিণ দিনাজপুরে এসে বললেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়লেন হারানোর।

আরও পড়ুন-সুমনের দলত্যাগ ভাঙনের শুরু

সোমবার সকালে বালুরঘাটের সার্কিট হাউস থেকে কুমারগঞ্জ বিধানসভার কেন্দ্রের বটুন গ্রাম পঞ্চায়েতের উদ্দেশে রওনা হন অরূপ। মাদারগঞ্জে একটি মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচার শুরু করেন। বটুন উপ স্বাস্থ্যকেন্দ্র এবং সৈয়দপুর বি এম উচ্চবিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামতির প্রয়োজনীয়তার কথা লিপিবদ্ধ করেন নিজের ডায়েরিতে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মুখে বিদ্যুতের সমস্যার কথা শোনেন।

আরও পড়ুন-উচ্ছ্বসিত ঝুলন, একশো শতাংশ দেব, মেয়েদের আইপিএল মুম্বইয়ে ৪-২৬ মার্চ

গ্রামবাসীরা মন্ত্রীকে জানান, বিদ্যুৎ থাকলেও কোনও কোনও সময় ভোল্টেজের ওঠাপড়ায় বৈদ্যুতিন যন্ত্রপাতি খারাপ হয়ে পড়ছে। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। গ্রামের শিবমন্দির স্থাপনে সহায়তার আশ্বাসও দেন। মন্ত্রীর সঙ্গে কথা বলে খুশি গ্রামবাসীরা। পরে সংবাদিকদের অরূপ বলেন, সাংসদকে ভোটের পর থেকে দেখা যায়নি। কিছু মানুষ টিভির পর্দায় ভেসে আছেন, মানুষের মনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article