উচ্ছ্বসিত ঝুলন, একশো শতাংশ দেব, মেয়েদের আইপিএল মুম্বইয়ে ৪-২৬ মার্চ

মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের মেন্টর ও বোলিং কোচ হতে পেরে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী।

Must read

মুম্বই, ৬ ফেব্রুয়ারি : মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের মেন্টর ও বোলিং কোচ হতে পেরে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। মুম্বই বরাবরই দাপুটে দল। তারা সবসময় জেতার জন্যই মাঠে নামে। মেয়েদের আইপিএলে একই ঐতিহ্য বজায় রাখতে চান বাংলার অলরাউন্ডার।

আরও পড়ুন-বাসমালিকদের গাইডলাইন বেঁধে দেওয়া হল

ঝুলন বলেন, ‘‘মেয়েদের মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ ও মেন্টর হিসাবে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। শার্লট, দেবিকা ও দলের মেয়েদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। মুম্বই দলে সব সময় জয়ের ঐতিহ্য রয়েছে। সেটা বজায় রাখতে চাই। দল যাতে ভাল পারফরম্যান্স করতে পারে তার জন্য একশো শতাংশ চেষ্টা করব।’’

আরও পড়ুন-মণিপুরে খেলবেন সুনীলরা

দলের হেড কোচ শার্লট এডওয়ার্ডসও প্রচণ্ড উত্তেজিত মুম্বইকে কোচিং করানোর ব্যাপারে। তিনি বলেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের হেড কোচ হতে পেরে নিজেকে সম্মানিত ও আনন্দিত বোধ করছি। ঝুলন ও দেবিকার সঙ্গে কাজ করতে চাই। আমরা সবাই একসঙ্গে মুম্বইয়ের সংস্কৃতি মেনে কাজ করব।’’

Latest article