সুমনের দলত্যাগ ভাঙনের শুরু

এই যোগদানের পরেই জেলায় বিজেপির ক্ষয়িষ্ণু কঙ্কালসার চেহারা একেবারে সর্বসমক্ষে চলে এল। উত্তরের চা-বলয়ে এটি বিজেপির জন্য একটি বড় ধাক্কা।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, রবিবার সন্ধ্যায়। এই যোগদানের পরেই জেলায় বিজেপির ক্ষয়িষ্ণু কঙ্কালসার চেহারা একেবারে সর্বসমক্ষে চলে এল। উত্তরের চা-বলয়ে এটি বিজেপির জন্য একটি বড় ধাক্কা।

আরও পড়ুন-উচ্ছ্বসিত ঝুলন, একশো শতাংশ দেব, মেয়েদের আইপিএল মুম্বইয়ে ৪-২৬ মার্চ

এই ভাঙন আগামীদিনে আরও বড় আকার ধারণ করবে। পাশাপাশি এই ঘটনাকে, এই লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণারই শামিল বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। সুমনের এই যোগদানেই শেষ নয়, এবার তাঁর সমর্থক ও অন্য নেতারাও পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্যে। মিথ্যাচার দিয়ে যে রাজনীতি হয় না তা আরেকবার প্রমাণ হয়ে গেল। প্রথমে সাংসদ ও পরে মন্ত্রী হয়ে এলাকায় আসেননি বার্লা। একেবারে জনসংযোগ বিছিন্ন। এর জন্য সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের। পাশাপাশি কেন্দ্রের তরফে এই পিছিয়ে-পড়া এলাকায় নেই কোনও উন্নয়নের পরিকল্পনা। জেলা তৃণমূল চেয়ারম্যান মৃদুল গোস্বামীর দাবি, সুমনের যোগ দেওয়ায় দল সমৃদ্ধ হল, আগামীদিনে এই জেলায় বিজেপি বলে কিছু থাকবে না।

Latest article