ইরানের সর্বোচ্চ নেতা তথা শিয়া ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনির (Ayatollah Khamenei’s Cartoons) ব্যঙ্গচিত্র এঁকে ফের বিতর্কের মুখে পড়েছে শার্লি এবদো (Charlie Hebdo)। নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে খোমেইনির (Ayatollah Khamenei’s Cartoons) একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করেছিল ওই ফরাসি কার্টুন ম্যাগাজিন। তার জেরেই বেজায় চটেছে ইরান সরকার। রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে শার্লি এবদোকে। গত ডিসেম্বর থেকেই এই নিয়ে বিক্ষোভ চলছে। এই কাজ করে শার্লি এবদো ইসলামের অবমাননা করেছে বলে দাবি করেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। তেহরানের তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে শার্লি এবদোকে। বলা হয়েছে, ওইসব ব্যঙ্গচিত্র ফের ছাপা হলে পরিণতি খুব খারাপ হবে।
আরও পড়ুন-বন্দে ভারতে সবচেয়ে বেশি পাথর ছোঁড়া হয়েছে উত্তরপ্রদেশ থেকেই