শিলিগুড়ির উন্নয়নের সহায়তায় ব্রিটিশ হাইকমিশন

শহরের উন্নয়নে এবার সহযোগিতার হাত বাড়াতে চলেছে ব্রিটিশ হাইকমিশন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শহরের উন্নয়নে এবার সহযোগিতার হাত বাড়াতে চলেছে ব্রিটিশ হাইকমিশন। শিলিগুড়ি শহরকে জঞ্জলামুক্ত করে গ্রিন সিটি করার উদ্যোগ নিয়েছে পুরসভা। আর তাতেই সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ব্রিটিশ হাইকমিশন। এই বিষয় নিয়েই বৃহস্পতিবার কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়ানদি ভুটিয়া-সহ অন্যরা। শিলিগুড়ি শহরকে গারবেজ শূন্য করে গ্রিন সিটি তৈরির পরিকল্পনা অনেকদিনের।

আরও পড়ুন-দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে বৈঠক

এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতেই ব্রিটিশ হাইকমিশন সহযোগিতা করছে। এ ছাড়াও শিলিগুড়ি ভৌগোলিক বৈচিত্রের দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাই শিলিগুড়িকে গেটওয়ে অফ নর্থবেঙ্গল বলা হয়ে থাকে। সেই কারণেই পর্যটন প্রসারেও ব্রিটিশ হাই কমিশন ও কম্বিরিয়া ট্যুরিজম সহযোগিতা করছে। এদিনের বৈঠকে কম্বিরিয়া ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর গিল হাই উপস্থিত ছিলেন। শিলিগুড়িকে পর্যটনের দিক দিয়ে আরো অনেক বেশি ফোকাস করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি

তবে বৈঠকের পর মেয়র গৌতম দেব বলেন, আমাদের লক্ষ্য শিলিগুড়ি শহরকে ক্লিন ও গ্রিন করে বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিণত করা। এছাড়াও শিলিগুড়ি যাতে আন্তর্জাতিক পর্যটন ডেস্টিনেশনে জায়গা করে নিতে পারে। এই বিষয় নিয়েই ব্রিটিশ হাইকমিশনের কলকাতার ডেপুটি হাইকমিশনারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়। তারা আমাদের সহযোগিতা করবে। এ ছাড়াও পর্যটনের প্রসারে আমরা কম্বিরিয়া ট্যুরিজমের সাথে খুব শীঘ্রই বৈঠক করব। তারাও আমাদের সহযোগিতা করবে।

Latest article