প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি

২টি ট্রেনের সময় পরিবর্তন হয়। আগামী ৪-৫ দিন দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে ঠান্ডা ও ঘন কুয়াশা পরিস্থিতি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Must read

জাঁকিয়ে শীত উত্তর ভারতে। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌসম ভবনের বক্তব্য, এই মরশুমে এদিনই ছিল রাজধানীর শীতলতম দিন। দিল্লির লোধি রোড, সফদরজং এলাকায় প্রবল ঠান্ডা ছিল। সেইসঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ঘন কুয়াশার দাপটে। দিল্লি বিমানবন্দরে কুয়াশা সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন-বন্দে ভারতে সবচেয়ে বেশি পাথর ছোঁড়া হয়েছে উত্তরপ্রদেশ থেকেই

কুয়াশার ফলে উত্তর রেলওয়ে জোনের ১২টি ট্রেন দেরিতে চলেছে। ২টি ট্রেনের সময় পরিবর্তন হয়। আগামী ৪-৫ দিন দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে ঠান্ডা ও ঘন কুয়াশা পরিস্থিতি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ৭ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Latest article