আবুধাবি, ১৮ অক্টোবর : প্রথম আইরিশ বোলার হিসেবে রেকর্ড বুকে নাম তুললেন কার্টিস ক্যাম্ফার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে পরপর ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাসে নাম তুললেন ২৬ বছর বয়সি আয়ারল্যান্ডের ফাস্ট বোলার। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘ডাবল হ্যাটট্রিক’। ব্রেট লি’র পর দ্বিতীয় বোলার হিসেবে ছেলেদের টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ক্যাম্ফার।
আরও পড়ুন : শুধু বিরাট নয়, কাপ জিততে হবে সবার জন্য: গম্ভীর
এর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান টি-২০ আন্তর্জাতিকে পরপর ৪ বলে ৪ উইকেট নেন। মালিঙ্গা এই কৃতিত্ব দেখিয়েছেন দু’বার। টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ক্যাম্ফার। পরপর চার বলে আউট করেন কলিন অকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস ও ভ্যান ডার মারউইকে। বিশ্বকাপের মঞ্চে প্রথম আইরিশ বোলার হিসেবে এমন কীর্তি গড়ে উচ্ছ্বসিত ক্যাম্ফার। আইরিশ পেসারের বিধ্বংসী স্পেলে ডাচ ব্যাটিংয়ের কোমর ভেঙে যায়। ২০ ওভারে নেদারল্যান্ডসের করা মাত্র ১০৬ রান ৩ উইকেট হারিয়ে তুলে দেয় আয়ারল্যান্ড।