নয়াদিল্লি : অসমের বিজেপি-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অগণতান্ত্রিক মন্তব্যের কড়া নিন্দা করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি আমেরিকার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের জয়গান গাইলেও তাঁরই দলের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ-যাবৎকালের সবচেয়ে অগণতান্ত্রিক মন্তব্য করেছেন। সাংবিধানিক নিয়ম মেনে চলার পরিবর্তে তিনি খোলাখুলি স্বীকার করেছেন যে, অসম পুলিশ শুধুমাত্র বিজেপির অগ্রাধিকার অনুযায়ী কাজ করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, মোদি কি আলোকপাত করবেন যে, কোন ধরনের গণতন্ত্রে (democracy) এই অধিকার দেওয়া হয়? এটাই কি মোদি-জমানার নতুন ভারতে গণতন্ত্রের (democracy) নমুনা? তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, বিজেপির নতুন ভারতের মুখ্যমন্ত্রীরা এখন হুমকি দিচ্ছেন। কুকুরের হুইসল এবং ধর্মের আশ্রয় নিচ্ছেন। প্রসঙ্গত, মোদির সফরের সময়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, আমার সঙ্গে মোদির কথা হলে এটাই বলব যে, আজ আপনি সংখ্যালঘুদের না দেখলে ভারত খণ্ডিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এরপরই বিজেপির হিমন্ত বিশ্বশর্মা শ্লেষাত্মক মন্তব্যে বলেছিলেন ‘হুসেন ওবামা’। এই নির্লজ্জ অসৌজন্যেরও নিন্দা করেছে তৃণমূল।
আরও পড়ুন- দিনে ও রাতে বিদ্যুৎ খরচ আলাদা হচ্ছে