দিনে ও রাতে বিদ্যুৎ খরচ আলাদা হচ্ছে

Must read

প্রতিবেদন : বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন নিয়ম (New power tariffs) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলে তাঁদের পকেট কাটার ব্যবস্থা করতেই মোদি সরকারের এই সিদ্ধান্ত বলে অভিযোগ উঠছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে দিনে খরচ হওয়া বিদ্যুতের ক্ষেত্রে ২০ শতাংশ কম মাশুল দিতে হবে। কিন্তু রাতে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ২০ শতাংশ বেশি মাশুল গুনতে হবে। বিদ্যুৎ সংকট মেটাতেই নাকি এই সিদ্ধান্ত। দাবি করেছে কেন্দ্রের শক্তি মন্ত্রক। জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে চালু হবে এই নতুন নিয়ম। শক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুতের খরচ বাঁচাতে সৌরশক্তি, জলবিদ্যুৎশক্তি বেশি করে ব্যবহার করা হবে। সৌরবিদ্যুতের খরচ কম হলেও জলবিদ্যুৎ, তাপবিদ্যুতের খরচ অনেক বেশি। সে-কারণেই খরচও বাড়বে। তাই দিনের বেলা খরচ কম হলেও রাতে বিদ্যুৎ (New power tariffs) ব্যবহারের ক্ষেত্রে চড়া মাশুল গুনতে হবে। শক্তি মন্ত্রকের দাবি, গ্রীষ্মকালে প্রবল গরমের সময় গ্রিডের চাহিদা কমাতেই এই সিদ্ধান্ত। ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র। তার সঙ্গে সঙ্গতি রেখে রাতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে খরচ বাড়িয়ে তা নিয়ন্ত্রণে আনতে চায় মোদি সরকার। জানা গিয়েছে, প্রাথমিক স্তরে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের জন্যই এই নিয়ম চালু হবে। এর এক বছরের মধ্যে কৃষিক্ষেত্র ছাড়া বাকি সমস্ত গ্রাহকের জন্যই এই নিয়ম কার্যকর করা হবে।

আরও পড়ুন-পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ: রুশ ভূখণ্ড দখলে না​মল ওয়াগনার বাহিনী, মস্কো অভিযানের ঘোষণা

Latest article