ভাঙন আইএসএফ-বিজেপিতে, ভাঙড়ে মেগা যোগদান

Must read

সুস্মিতা মণ্ডল, ভাঙড়: রাজ্যের মধ্যে ভাঙড় থেকে জয়লাভ করেছে আইএসএফ। সেই ভাঙড়ের মাটিতে আইএসএফ ও বিজেপিতে বড়সড় ভাঙন। জেলাস্তরে সাংগঠনিক রদবদলের পর ভাঙড়ে বিশাল সমাবেশ করে আইএসএফ-বিজেপি জোটে বড়সড় ভাঙন ধরালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী।

আরও পড়ুন : কাবুলে আটকে দার্জিলিঙের ৩, ফেরাতে তৎপর প্রশাসন

মঙ্গলবার ভাঙড়ের বড়ালিঘাটে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জনসভা হয়। এই সভায় শুভাশিস চক্রবর্তী ছাড়াও ছিলেন মহিলা জেলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এই বিরাট জনসভা নিয়ে কাইজার আহমেদ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের যোগদান মেলা তথা জনসভায় জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর হাত ধরে আইএসএফ-বিজেপি ছেড়ে দশ হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ভাঙড়ে এখন আর বিরোধী শক্তি বলে কিছু নেই।’ শুভাশিস বলেন, ‘ভাঙড় ১ নং ব্লকের তিনটি অঞ্চলের এই বৃহৎ জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে ভাঙড়ে আইএসএফ-বিজেপির অস্তিত্ব শেষ। যারাই আজ বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাঁরা আমাদের দলে সঙ্গে মর্যাদার সঙ্গে থাকবে।’ এদিন আইএসএফ-বিজেপি ছেড়ে যোগ দেন বেশ কিছু নেতা। আইএসএফ-এর জাগুলগাছির অঞ্চল সভাপতি হাফিজুল মল্লিক দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেন, ‘ভুল বুঝে আমরা আইএসএফ করেছিলাম, এখন কাইজার আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব।’

আরও পড়ুন : ‘সিবিআই খাঁচাবন্দি তোতা’, মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য নিয়ে শুভেন্দু, কটাক্ষ কুণালের

 

এর পাশাপাশি প্রাণগঞ্জ অঞ্চলের বর্ষীয়ান বিজেপি নেতা বিমল নস্কর তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানান, ‘আমরা উন্নয়নের সঙ্গে থাকতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।’ বৃহৎ এই যোগদান মেলা শেষে কাইজার আহমেদ বলেন, দল গোটা ভাঙড়ের দায়িত্ব দিলে আইএসএফ বা বিজেপির কোনও চিহ্ন থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে ভাঙড়কে শক্তিশালী তৃণমূল কংগ্রেসে পরিণত করব।

Latest article