ফের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা ইজরায়েলের

এটা যুদ্ধাপরাধ, বলল রাষ্ট্রসংঘ

Must read

প্রতিবেদন : গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের (Israel-Hamas War)। বুধবার রাতের বোমা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে রাষ্ট্রসংঘও। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় এই ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। বলেছেন রাষ্ট্রসংঘের আধিকারিক। অন্যদিকে হামাসের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে পরপর দু’দিনে দ্বিতীয়বার হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় একাধিক বাসভবন ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের।
হামলার দায় স্বীকার করে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমানের সহায়তায় গাজায় এই হামলা চালানো হয়েছে। কারণ ওই এলাকার একটি কমপ্লেক্সে একাধিক হামাস কমান্ডারের লুকিয়ে থাকার খবর ছিল। এই হামলায় অসংখ্য হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলেও দাবি ইজরায়েলের। গত ৭ অক্টোবর হামাসের (Israel-Hamas War) অতর্কিত হানায় ইজরায়েলের ১৪০০-র বেশি মানুষ নিহত হন। বেশিরভাগই সাধারণ মানুষ। এরপর পাল্টা প্রত্যাঘাতে এখনও পর্যন্ত গাজার অন্তত ১১ হাজারের বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এই হামলায় এখনও পর্যন্ত ৮,৭৯৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা।

আরও পড়ুন- ১৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে এবার হাতেনাতে গ্রেফতার ইডি অফিসার

Latest article