প্রতিবেদন : মাত্র দু’সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগে। এবার সিরিয়ার এক আবাসনে আছড়ে পড়ল ইজরায়েলের ক্ষেপণাস্ত্র (Israeli missile strikes)। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। অন্যদিকে, শুক্রবার মধ্য সিরিয়ায় যে জঙ্গি হামলা হয়েছিল তাতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে খবর।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া। চারিদিকে এখনও হাহাকার চলছে। মাথায় ছাদ নেই, পেটে খাবার নেই। এমনকী, পানীয় জলেরও চরম অভাব। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। তবে আবাসন এলাকায় ইজরায়েলি (Israeli missile strikes) হামলার কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল। সিরিয়া সরকারও এই ঘটনার নিন্দা করে ইজরায়েলকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে। সূত্রের খবর, দামাস্কাসে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন নয়। তবে কোনও আবাসন লক্ষ্য করে এমন হামলার ঘটনা এর আগে ঘটেনি। প্রসঙ্গত, যে এলাকায় ওই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছে তা সিরিয়ার উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে। একটি ১০তলা আবাসনের উপর আছড়ে পড়ে ইজরায়েলের ওই ক্ষেপণাস্ত্র। এর ফলে ওই আবাসনটির বড় ধরনের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:রাশিয়াকে সাহায্য! চিনকে হুমকি আমেরিকার