সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট শিন্ডের

Must read

প্রতিবেদন : কয়েক ঘণ্টা আগে শিবসেনার (Shiv Sena) নাম ও প্রতীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রেক্ষিতে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন উদ্ধব ঠাকরে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব। এরপরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী তাঁর আবেদনে বলেছেন, শিবসেনার নাম ও প্রতীক নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তাকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন উদ্ধব। কিন্তু উদ্ধবের সেই আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়ার আগে শীর্য আদালত যেন মহারাষ্ট্র সরকারের বক্তব্য শোনে। রাজ্যের বক্তব্য ছাড়া আদালত একতরফাভাবে যেন কোনও সিদ্ধান্ত না নেয়। শুক্রবার নির্বাচন কমিশন শিবসেনার নাম এবং প্রতীক তির-ধনুক একনাথ শিন্ডে শিবিরের হাতে তুলে দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত উদ্ধব শিবিরের কাছে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। ১৯৬৬ সালে উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রতিষ্ঠা করেছিলেন। বাবার তৈরি দল ও দলীয় প্রতীক হাতছাড়া হতেই প্রবল ক্ষুব্ধ হয়েছেন উদ্ধব। তিনি সাফ বলেছেন কমিশন গণতন্ত্রকে হত্যা করেছে। দলের প্রতীক চুরি করেছে কমিশন। পাশাপাশি আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শিন্ডের হয়ে মুখ খুলেছেন। বলেছেন, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে সকলেই জানত দেবেন্দ্র ফড়ণবিস আমাদের নেতা। তাই ভোটের পর মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগির কোনও প্রশ্নই ছিল না। কিন্তু ভোটের পর মুখ্যমন্ত্রিত্বের লোভে ওরা ভিন্ন মতাদর্শে বিশ্বাসীদের হাত ধরল। যারা বেইমানি করে, তাদের ছাড়া উচিত নয়।

আরও পড়ুন: দুই হাজার কোটির ডিল! শিবসেনার প্রতীক বিক্রি নির্লজ্জ নির্বাচন কমিশনের

Latest article