মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলতে চলেছে আইটিআই

উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়ে কথা রাখেন তিনি। শিক্ষার অগ্রগতিতে বরাবরই জোর দিয়েছেন তিনি।

Must read

মানস দাস, মালদহ : উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়ে কথা রাখেন তিনি। শিক্ষার অগ্রগতিতে বরাবরই জোর দিয়েছেন তিনি। তাঁর উদ্যোগেই হরিশচন্দ্রপুরের আইটিআই কলেজের কাজ সম্পন্ন হয়েছে। এবার তাঁর নির্দেশেই নতুন শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হতে চলেছে কলেজের। ২০১৪ সালে হরিশচন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় আইটিআই কলেজ তৈরির কাজ শুরু হয়। এই প্রকল্পের জন্য প্রাথমিক পর্যায়ে কারিগরি দফতর ৭ কোটি টাকা বরাদ্দ করে।

আরও পড়ুন-ন্যূনতম মজুরি নিয়ে বৈঠক

পরে আবার ৮ কোটি টাকা বরাদ্দ হয়। আইটিআই কলেজ তৈরির জন্য রাজ্য সরকার মোট ১৩ কোটি টাকা ব্যয় করেছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে ২০১৪ সালে হরিশচন্দ্রপুরে আইটিআই কলেজ স্থাপনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তার ধরেই আগামী শিক্ষাবর্ষে শুরু হচ্ছে পঠনপাঠন। বৈঠক শেষে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন এলাকায় ফিরতেই মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে উৎসবে মেতে ওঠে পড়ুয়ারা। চলে মিষ্টিমুখের পালা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে সতপালের বাড়িতে গেলেন গৌতম দেব

উল্লেখ্য, প্রশাসনিক বৈঠকে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে যুক্ত করে নতুন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বাড়িয়ে আইটিআই কলেজকে অবিলম্বে চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কলেজ চালু হলে গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা এবার কারিগরি বিদ্যা লাভ করতে পারবে। ফলে কর্মক্ষেত্রে মিলবে সুযোগ। কারিগরি বিদ্যার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Latest article