মানুষের জীবনে নানা ধরনের শখ থাকা বিচিত্র নয়! সেই শখ পূরণে কত অসাধ্যসাধন করে ফেলেন কত মানুষ। কিন্তু তাই বলে মানুষ থেকে কুকুর? তাও আবার ১২ লক্ষেরও বেশি টাকা খরচ করে! তাজ্জব হয়ে যাওয়ার মতো এমন কাণ্ড ঘটিয়ে আলোচনায় এক যুবক। দুর্লভ মানবজীবনের চেয়ে সারমেয় হয়ে বাকি জীবন কাটানোর মনস্থ করেছেন তিনি। বাস্তবে তা করেও দেখিয়েছেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই মানুষ থেকে কুকুরে নিজেকে ‘রূপান্তর’ করেছেন জাপানের এক যুবক।
আরও পড়ুন-বিএসএফের গুলিতে মৃত্যু গ্রামবাসীর
নাম তাঁর টাকো। কুকুরের প্রতি গভীর ভালবাসা আর আকর্ষণ বহুদিনের। তাই মনুষ্যজীবনে অতিষ্ঠ হয়ে তিনি সিদ্ধান্ত নেন কুকুর হবেন। যেমন ভাবা তেমন কাজ। ১১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করে সারা জীবনের শখপূরণ করেছেন জাপানি যুবক টাকো। আর এই শখ নিয়েই কাটিয়ে নিতে চান বাকি জীবন। কথায় আছে শখ বড় বালাই! অনেক আগে থেকেই কুকুরের প্রতি টান অনুভব করতেন টাকো। কুকুরদের আদবকায়দা অনুসরণ করতেন। একসময় কুকুরের মতো চলাফেরা শুরু করেন তিনি। খাওয়াদাওয়াতেও আনেন পরিবর্তন। কুকুরের মতোই নিজের জীবনযাপন চলতে থাকে তাঁর। কিন্তু সব করেও যেন মনের মতো হচ্ছিল না কিছুই। আসলে টাকো হতে চেয়েছিলেন কুকুর, কিন্তু সার্জারি বা অন্য কোনও উপায়ে তো আর মানুষ কুকুর হতে পারে না! তাহলে উপায়? এক পোশাক সংস্থার সঙ্গে কথা বলে কুকুরের কস্টিউম বানান তিনি। যা পরলে হুবহু কুকুরের মতোই দেখতে লাগবে তাঁকে। ব্যস! কেল্লা ফতে!
আরও পড়ুন-জেলাপরিষদের প্রত্যেকটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস
একটা পোশাক বদলে দিল টাকোর জীবন, মানুষ থেকে হয়ে গেলেন আস্ত কুকুর। আর সেই কস্টিউম পরে এখন দিব্যি খোশমেজাজে দিনরাত জাপানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টাকো। ট্যুইটারেও তাঁর কুকুর-ছবি ভাইরাল। ১১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হওয়া জাপানের যুবক টাকো খবরের শিরোনামে।