মস্কোয় ড্রোন হামলা নিয়ে ইউক্রেনকে কড়া বার্তা

সেই ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় আক্রমণের ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Must read

প্রতিবেদন: রবিবারই মস্কোয় হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মস্কো বিমানবন্দর। সেই ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় আক্রমণের ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা ‘পারমাণবিক হামলার’ হুমকি দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা পুতিন-ঘনিষ্ঠ নেতা দিমিত্রি মেদভেদেভ। তিনি সাফ জানিয়েছেন, কিয়েভ যে পাল্টা হামলা চালাচ্ছে, তা সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই হবে। এছাড়া আর অন্য কোনও উপায় তাঁদের হাতে অবশিষ্ট নেই।

আরও পড়ুন-আজব শখ বটে! মানুষ থেকে কুকুর

বর্তমানে পুতিন প্রশাসনে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদে আছেন মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয়, তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু হামলার পথে হাঁটতেই হবে। মেদভেদেভের হুমকি, ন্যাটোর সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, যদি তা সফল হয় এবং তারা যদি আমাদের মাটির কোনও অংশ দখল করে, তাহলে আমরা রুশ প্রেসিডেন্টের এক ডিক্রি অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব। তাই আমাদের শত্রুদের উচিত, যাতে আমাদের যোদ্ধারা সফল হয়, তার জন্য প্রার্থনা করা। রবিবারই সীমান্ত পেরিয়ে মস্কোর আকাশে ঢুকে পড়েছিল ইউক্রেনের ড্রোন। দ্রুত তিনটি ড্রোনকে ধ্বংস করা হলেও এক অফিস চত্বরে ভেঙে পড়ে ড্রোনগুলি। ঘটনায় কেউ জখম হননি বলেই খবর।

Latest article