রোসেউ, ১৩ জুলাই : চেতেশ্বর পূজারা টেস্ট দল থেকে বাদ পড়ার পরেই শুরু হয়েছিল জল্পনা। তিন নম্বরে ব্যাট করবেন কে? কারণ পূজারার পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছিল, সেই যশস্বী জয়সওয়াল ওপেনিং ব্যাটার। তবে মুশকিল আসানের মতোই এগিয়ে এসেছেন শুভমন গিল। তিনি নিজেই কোচ রাহুল দ্রাবিড়ের কাছে জানিয়েছেন, তিন নম্বরে ব্যাট করতে চান। টেস্টে ইতিমধ্যেই ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত শুভমনের এই অনুরোধে শুরুতে চমকে গেলেও, আপত্তি করেননি দ্রাবিড়ও।
আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপির নৃশংস সন্ত্রাস
হঠাৎ করে কেন এই ঝুঁকিটা নিলেন? শুভমন বলছেন, ‘‘ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে আমি তিন ও চার নম্বরে ব্যাট করতাম। তাই এই জায়গাতেই ব্যাট করতে চাই। ওপেনার হিসেবে নতুন বল খেলার অভিজ্ঞতা হয়েছে। সেটা তিন নম্বরে ব্যাটিং করার সময় কাজে দেবে। সত্যি কথা বলতে কী, ওপেনিং এবং তিনে ব্যাট করা যে এক নয় সেটা জানি। কিন্তু খুব একটা পার্থক্যও নেই। কারণ ওপেনার শুরুতেই আউট হলে তিন নম্বর ব্যাটারকে নতুন বলের মোকাবিলা করতে হয়।’’
আরও পড়ুন-বিজেপি নেতার আশ্রয়ে অভিযুক্ত
ভারতের হয়ে ইতিমধ্যেই ১৬ টেস্ট খেলে ফেলেছেন শুভমন। দু’টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি-সহ মোট রান করেছেন ৯২১। তবে এখনই নিজেকে দলের সিনিয়র সদস্য হিসেবে চিহ্নিত করতে রাজি নন তিনি। শুভমন বলছেন, ‘‘খুব বেশিদিন হয়নি টেস্ট দলে সুযোগ পেয়েছি। এখনও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়তে হচ্ছে। তাই নিজেকে সিনিয়র হিসেবে দেখছি না। আমার শুধু ব্যাটিং অর্ডারটাই বদলেছে। অন্যকিছু নয়।’’