মেসির মুখে ফের অবসরের ইঙ্গিত

ফ্লোরিডায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও মেসি ম্যানিয়া।

Must read

মায়ামি, ১৩ জুলাই : ফ্লোরিডায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও মেসি ম্যানিয়া।
মায়ামি শহর জুড়ে লাগানো হয়েছে আর্জেন্টিনার ফুটবল জাদুকরের বড় বড় কাটআউট। মেসি যে মাঠে ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন, সেই স্টেডিয়াম চত্বরে সর্বক্ষণ ফুটবলপ্রেমীদের ভিড়। মেসির কাটআউটে ইন্টার মায়ামির গোলাপি জার্সি পরিয়ে তাঁরা স্লোগান দিচ্ছেন। কেউ গান ধরেছেন, ‘আমরা তোমার অপেক্ষায় আছি মেসি’। আর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেই কাটআউটে মেসির মুখের সামনে মাইক ধরে মজার ছলে ইন্টারভিউ নেওয়ার ভঙ্গিতে প্রশ্ন করছেন।

আরও পড়ুন-শুরুতে যা তিনেও তাই, উপলব্ধি শুভমনের

জানা গিয়েছে, মেসিকে ক্লাবের অত্যাধুনিক পরিকাঠামো, সুযোগসুবিধা দেখানো হয়েছে। বৃহস্পতিবারই ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তিপত্রে সই করে দিয়েছেন বলে খবর। এদিনই তিনি হালকা ট্রেনিং করেন। নতুন কোচ জেরার্ডো মার্টিনো সোমবার ১৬ জুলাই অনুশীলন রেখেছেন। সেদিনই মেসিকে ক্লাব সমর্থকদের সামনে আনা হবে। ভক্তরা এখন মায়ামিতে মেসির অভিষেকের অপেক্ষায়। সেই মাহেন্দ্রক্ষণ হয়তো ২১ জুলাই— লিগ কাপে ইন্টার মায়ামির মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। মেসির জন্যই সেদিন মেক্সিকান, আমেরিকানদের মিলনমেলা দেখা যাবে।

আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপির নৃশংস সন্ত্রাস

ফুটবলের জাদুকরকে দেখার জন্য টিকিট অবশ্য আগেই নিঃশেষিত। এদিকে, প্রথম ম্যাচে নামার আগে ফের অবসর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মেসি। তিনি বলেছেন, বিশ্বকাপ ও কোপা জিতে আমার সব পাওয়া হয়ে গিয়েছে। জানি না আর কত দিন খেলব। সত্যিই জানি না। তবে দিনটা যে খুব দূরে নেই সেটা বলতে পারি। এটা বলছি, আমার বয়সের কথা মাথায় রেখেই। মেসি এখন ৩৬।

Latest article