বেঙ্গালুরু, ২৮ জুন : টানা আট ম্যাচ (SAFF semifinal) পর গোল হজম। আর তাতেই কুয়েতের বিরুদ্ধে জয় হাতছাড়া। ম্যাচের ২৪ ঘণ্টা পরেও আফসোস করছে ভারতীয় শিবির। অথচ ৯১ মিনিট পর্যন্ত সুনীল ছেত্রীর গোলে এগিয়ে ছিল ভারত। কিন্তু ৯২ মিনিটে আনোয়ার আলির আত্মঘাতী গোলে স্বপ্নভঙ্গ।
দেশের জার্সিতে ৯২ গোল হয়ে গেল সুনীলের। তবুও হতাশা কাটছে না ভারত অধিনায়কের। তিনি বলছেন, ‘‘এই ড্র আমার কাছে হারের সমান। শেষ মুহূর্তে এভাবে গোল হজম সত্যিই হতাশাজনক।’’ একই সঙ্গে তরুণ সতীর্থকে আড়াল করছেন সুনীল। তাঁর বক্তব্য, ‘‘ফুটবলে এমনটা হতেই পারে। আনোয়ার এই টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে। একটা ভুলের জন্য ওকে কাঠগড়ায় তোলাটা ভুল হবে। আনোয়ার নয়, এই ভুলের দায় আমাদের সবার।’’
আরও পড়ুন-মোহনবাগানকে ট্রফি দিতে চান কামিন্স
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে (SAFF semifinal) ভারতের (India) প্রতিপক্ষ লেবানন (Lebanon)। বুধবার মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকে সুনীলদের মুখোমুখি হয়েছে লেবানন। সুনীল বলছেন, ‘‘এই মুহূর্তে গোটা দল দারুণ ছন্দে রয়েছে। ছেলেরা প্রতিটি ম্যাচেই নিজেদের উজাড় করে দিচ্ছে। আশা করি, কুয়েত ম্যাচের ভুলের পুনরাবৃত্তি হবে না।’’
এদিকে, সাফের রেফারিং নিয়ে ক্ষোভে ফুটছে ভারতীয় শিবির। কুয়েত ম্যাচে কোচ ইগর স্টিমাচকে লাল কার্ড দেখানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না সুনীলরা। দলের সহকারী কোচ মহেশ গাউলি বলেই দিলেন, ‘‘কেন আমাদের কোচকে লাল কার্ড দেখানো হল, তা জানি না।’’ স্টিমাচ নিজেও বলছেন, ‘‘পাকিস্তান ম্যাচের লাল কার্ড সঠিক ছিল। কিন্তু এই ম্যাচে কেন আমাকে লাল কার্ড দেখানো হল তা বুঝতে পারছি না।’’