কমল মজুমদার, জঙ্গিপুর: সুকুমার রায়ের ‘দাঁড়ের কবিতা’ অনেকের পড়া। কবিতার দাড়ি মাঝির মতো বাস্তবেও নিজের দাড়ি নিয়ে সাধনায় মত্ত ভগবানগোলার দিয়ার ফতেপুরের ফকির মহম্মদ জবিরুল শেখ (Mohammed Jabirul Sheikh)। ২২ বছর ধরে দাড়ি রাখছেন তিনি। দাড়ির দৈর্ঘ্য এখন ৮ ফুট। দীর্ঘ দাড়ি বানিয়ে বিশ্বে নজির গড়তে গিনেস বুকে নাম তোলার ইচ্ছা তাঁর। দাড়ির জন্য মুর্শিদাবাদের (Murshidabad) সবাই চেনে তাঁকে। ৫৮ বছর বয়সি জবিরুল ২০০০ সাল থেকে দাড়ি রাখছেন। টোটো চালিয়ে সংসার চালান। মা, এক ভাইকে নিয়ে পরিবার। নুন আনতে পান্তা ফুরোয়। তবুও স্বপ্ন দেখা ছাড়েননি। নিজেকে অন্যভাবে চেনাতে দাড়ি রেখেই স্বপ্নপূরণে মরিয়া তিনি। বলেন, ২০০০ সালের বন্যার পর থেকে দাড়ি কাটা বন্ধ করে দিয়েছি। এখন আমার একটাই ইচ্ছা, সবথেকে লম্বা দাড়ির খেতাব জেতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) নিজের নাম তোলা। সেজন্য আরও কয়েক বছর কাটব না। একসময় লরি চালাতেন। দাড়ির শখে বিয়ে করেননি। এখন টোটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে চালিয়ে নেন। ভাই রাজমিস্ত্রির কাজ করে কিছুটা সামাল দেন। লম্বা দাড়িতে যাঁদের রেকর্ড আছে, তাঁদের থেকে অনেক পিছিয়ে জবিরুল। বিকানিরের প্রবীণ গিরধর ভায়াস ১৯৮৫ সাল থেকে দাড়ি কাটা বন্ধ করে ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বড় দাড়িওয়ালা হিসেবে মুস্তাচ ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত হন। অতীতে সাড়ে ১৮ ফুট লম্বা দাড়িওয়ালা হিসেবে রেকর্ড (Guinness World Record) গড়েন ভারতের রাম সিং। সে রেকর্ড ভাঙতে অনেকদূর এগোতে হবে জবিরুলকে।
আরও পড়ুন: যে কোনও দলকে হারাতে পারি, বিরাট-ফর্মে উজ্জীবিত আরসিবি কোচ