বাংলার মুখ্যমন্ত্রীই সেরা, ব্যাখ্যা দিয়ে জানালেন ভারতীয় ক্যাথলিক বিশপ কাউন্সিলের ফাদার

Must read

উৎসবের মরসুমে সর্বধর্ম সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করার পর থেকেই মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। এর মাঝেই ভারতীয় ক্যাথলিক বিশপ কাউন্সিলের ফাদার জ্যাকব জি প্যালাকাপিলিকে (Jacob g palakkappilly) বড়দিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-স্বীকৃত ডিগ্রি নয় এমফিল! পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসি-র

শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত ফাদার (Jacob g palakkappilly) বললেন, কাজের মধ্যে দিয়েই বোঝা যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মনিপুরের ঘটনায় মোদির নিরবতার কথাও উল্লেখ করেন তিনি।  তিনি বলেন,মনিপুরের জ্বলন্ত কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু জেনেও শুধুমাত্র ভোট রাজনীতির কথা মাথায় রেখে মনিপুর নিয়ে মৌনব্রত ধারণ করেছেন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী দুবার দলীয় সাংসদদের সেখানে পাঠিয়েছেন এবং মনিপুরের অসহায় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। ফাদার জ্যাকব জি প্যালাকাপিলির মতে, এটাই তফাৎ কেন্দ্রের বিজেপি সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে।

Latest article