মুম্বই, ২৪ মার্চ : এক যুগ ধরে দায়িত্ব পালনের পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে। বৃহস্পতিবার এক বার্তায় এই খবর জানিয়েছে চেন্নাই সুপার কিংস। মজার কথা, এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই ধোনির উত্তরসূরি হিসেবে জাদেজাকে চিহ্নিত করেছিলেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন-তৃণমূলের উদ্যোগে বইমেলা
কিংবদন্তি ভারতীয় ওপেনার জানিয়েছিলেন, ‘‘গত কয়েক বছরে ক্রিকেটার হিসেবে জাদেজা দারুণ পরিণত হয়ে উঠেছে। নিজের খেলায় যেমন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদল আনতে পারে। তেমন জাদেজার গেম রিডিংও দারুণ।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘এবারের আইপিএলে ধোনি যদি কোনও ম্যাচে বিশ্রাম নিতে চায়, তাহলে জাদেজাই হতে পারে সিএসকের সেরা বিকল্প। ধোনির অনুপস্থিতিতে যে দলকে নেতৃত্ব দেবে।’’ শেষ পর্যন্ত সানির ভবিষ্যদ্বাণীই মিলে গিয়েছে। ধোনি নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন জাদেজাকে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকেই সিএসকের অধিনায়ক ছিলেন ধোনি। টিমের অন্যতম কর্তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায়, মাঝের দুটো বছর আইপিএল খেলতে পারেনি চেন্নাই। সেই সময় ধোনি যোগ দেন পুণে সুপারজায়ান্টে। তবে সিএসকে আইপিএলে ফেরার পরেই তিনি পুরনো দলে ফিরে এসেছিলেন।