তৃণমূলের উদ্যোগে বইমেলা

এই প্রথম বালিতে শুরু হল বইমেলা। বৃহস্পতিবার থেকে বেলুড়ের শ্রীগুরু সংঘের মাঠে ৪দিন ব্যাপী ‘বালি বইমেলা’ শুরু হল।

Must read

সংবাদদাতা, হাওড়া : এই প্রথম বালিতে শুরু হল বইমেলা। বৃহস্পতিবার থেকে বেলুড়ের শ্রীগুরু সংঘের মাঠে ৪দিন ব্যাপী ‘বালি বইমেলা’ শুরু হল। স্থানীয় বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে বালি কেন্দ্র যুব তৃণমূলের তরফে এই বইমেলার আয়োজন করা হয়েছে। ছোট-বড় মিলেয়ে মেলায় প্রায় ৩৫টি স্টল রয়েছে। আছে ‘জাগোবাংলা’র স্টলও।

আরও পড়ুন-উত্তরবঙ্গে ক্লাবের নামে রাস্তার প্রস্তাব, খেলবে কন্যাশ্রী কাপেও, দায়িত্ব নিয়েই একগুচ্ছ কর্মসূচি দেবাশিসের

প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় ছাড়াও বিধায়ক বিদেশ বসু, নন্দিতা চৌধুরি, হাওড়া জেলা(সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, চেয়ারম্যান লগনদেও সিং, হাওড়া সদরের যুব তৃণমূলের সভাপতি তুষার ঘোষ, উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিদিনই বইমেলা প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রথম বছরই বালির বইমেলাকে ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে।

Latest article