টেস্ট থেকে অবসর নিতে পারেন জাদেজা

Must read

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। হাতের এই চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে বাঁহাতি ভারতীয় স্পিনার অলরাউন্ডারকে। জাদেজার ঘনিষ্ঠমহলের দাবি, এর জেরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি। নিজের ক্রিকেট কেরিয়ারকে দীর্ঘায়িত করার জন্য শুধু সাদা বলের ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান জাদেজা।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৭ টেস্টে ২৩২ উইকেট ঝুলিতে পুরেছেন জাদেজা। ব্যাট হাতে তাঁর টেস্ট রান ২,১৯৫। গড় ৩৩.৭৬। সেঞ্চুরি একটি।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকা সফরের আগে অধিনায়ক বিভ্রাটে তোলপাড়

দেশের হয়ে ১৬৮টি ওয়ান ডে ম্যাচে ১৮৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২,৪১১ রান। টি-২০ ফরম্যাটে ৫৫ ম্যাচে ৪৬ উইকেট এবং ২৫৬ রান রয়েছে ৩৩ বছর বয়সি জাদেজার। তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ভারতীয় ক্রিকেট তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ঠাসা আন্তর্জাতিক সূচি এবং আইপিএল খেলার ধকল আর নিতে পারছে না জাদেজার শরীর। বিশেষ করে, টেস্টে টানা ওভারের পর ওভার বল করে যাওয়ায়, হাতের চোট পুরোপুরি সেরে উঠছে না। তাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ফরম্যাটে পুরোপুরি মনোযোগ দিতে চান জাদেজা।

Latest article