ব্যুরো রিপোর্ট, হুগলি : জগজ্জননীর আবাহনে মেতে উঠেছে ফরাসি শহর। করোনার কারণে গত দু’বছর জগদ্ধাত্রী পুজোয় নানা বিধিনিষেধ ছিল। বন্ধ ছিল শোভাযাত্রাও। দেখা যায়নি আলোর খেলা। এবার ফের জমজমাট চন্দননগর। সোমবার সপ্তমীর সকাল থেকেই মণ্ডপগুলিতে জনজোয়ার। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
আরও পড়ুন-ভিড় সামলাতে সারারাত ট্রেন
পুলিশ মনে করছে, প্রায় ৫ লক্ষ দর্শনার্থী আসবেন এবার চন্দননগরে জগদ্ধাত্রী দেখতে। ভিড় সামলাতে কড়া পুলিশি ব্যবস্থা করছে চন্দননগর পুলিশ। প্রতিবছর এখানকার জগদ্ধাত্রী প্রতিমা ও আলোর রোশনাই দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান কয়েক লক্ষ দর্শনার্থী। সপ্তমীর দিনেও দেখা গেল সেই ছবি। সারা রাত ধরে মানুষ প্রতিমা ও আলোকসজ্জা দেখার পরেও সকাল থেকেই আবার পুজো দেখতে ভিড় জমায় বহু মানুষ। বড় চাউলপট্টি, বাগবাজার, বড়মা, মেজমা, ছোটমা, সার্কাস মাঠ, চড়কতলা সহ প্রায় সব পুজোর থিম ও আলোকসজ্জা মন কেড়েছে দর্শনার্থীদের।
আরও পড়ুন-ফের ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া
আর সপ্তমীর দিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ প্রশাসন। মানুষ যাতে সুন্দর ভাবে জগদ্ধাত্রী প্রতিমা ও আলোকসজ্জা দেখতে পারেন তার দিকে সজাগ দৃষ্টি রেখেছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। কলকাতা মহানগরীও মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। উত্তরের বাগবাজার, কুমোরটুলি, পোস্তা বাজারে সপ্তমীর সন্ধ্যায় উপচে পড়ছে ভিড়। মধ্য ও দক্ষিণ কলকাতাতেও বারোয়ারি পুজোয় মানুষের ঢল নেমেছে।