মানস দাস, মালদহ: রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ব্যাপারটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্ব দিয়ে থাকেন। তাই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তিনি ‘জাগো’ প্রকল্প নিয়ে এসেছিলেন। এই প্রকল্পে প্রতিটি গোষ্ঠীকে এককালীন পাঁচ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর মুখে মুখ্যমন্ত্রীর সেই ‘জাগো’ প্রকল্পের অনুদান পেল মালদহ জেলার ৪৩,১৯২টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। প্রতিটি গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা এককালীন অনুদান হিসেবে দিয়েছে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর।
আরও পড়ুন : ছায়াপথের সন্ধান দিয়ে দিনহাটার, কনক পাচ্ছেন ভাটনগর পুরস্কার
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ২১কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয় করেছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী দশজন সদস্য নিয়ে গঠিত। গোষ্ঠী গঠনের ছ মাস পর স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরে নাম নথিভুক্ত করলেই এই প্রকল্পের সুবিধা পাবেন প্রতিটি গোষ্ঠীর মহিলারা। যার অর্থ, জেলায় প্রত্যক্ষভাবে এই প্রকল্পে ৪ লাখ ৩১ হাজার ৯২০ জন মহিলা উপকৃত হয়েছেন। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্যই এই অনুদান দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে খবর। এ বিষয়ে মালদহ জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের জেলা আধিকারিক রাজেন্দ্ররাজ সুন্দস জানান, চলতি বছর ৪৩,১৯২ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ২১ কোটি ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। উপকৃত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৯২০ জন মহিলা।